রশিদুল ইসলাম
কালিগন্জ উপজেলা প্রতিনিধি-
লালমনিরহাটের কালীগঞ্জে তুষভান্ডার ইউনিয়ন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা কার্যক্রমের আওতায় বৈকালিন শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
১৩ ই সেপ্টম্বর ( বুধবার) তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান নূর ইসলাম আহমেদ এর সভাপতিত্বে ও ইএসডিওর সমন্বয়কারী আব্দুল লতিফ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম, উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা, কৃষি সহকারী কর্মকর্তা ফজলুল ইমাম ইউপি প্যানেল চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, সদস্য মুকুল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, কালীগন্জে রিপোটার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নূর আলমগীর অনু, ইএসডিওর মাঠকর্মী, ইউপি সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ ও প্রমুখ।