রশিদুল ইসলাম কালিগন্জ উপজেলা প্রতিনিধি (লালমনিরহাট)
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে আইরিন আক্তার (৩০) নামের এক নারীকে আটক করেছেন কালীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৬ সেপ্টম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদ সংলগ্ন খোকনের বাড়ী থেকে ওই নারীকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খোকন মিয়া পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম আটক ওই নারীকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ওই নারী, আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার নাজমুল হুদার মেয়ে এবং মোখলেছার রহমানের স্ত্রী বলে জানা যায়।
অপর ঘটনায় একই দিনে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার ভূট্টু নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খোকনের বাসা থেকে ওই নারীকে আটক করে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরো বলেন সামাজিক অবক্ষয় রোধে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।
এছাড়াও এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, অনৈতিক কাজের অপরাধে ওই নারীকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।