আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইল প্রতিনিধিঃ
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর, রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, টাঙ্গাইল নির্বাহী প্রকৌশলী (এলজিইডির) প্রকৌশলী রফিকুল ইসলাম,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী,টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।এর আগে স্থানীয় সরকার দিবস উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি র্যালি বের করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।