নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি
“শেখ হাসিনার মূলনীতি গ্ৰাম শহরের উন্নতি” ” আমার গ্ৰাম আমার শহর” এই শ্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপি “স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় । সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আশরাফুল আলম খান । যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন,প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাশ, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক ও প্রকৌশলী মোঃ জুলফিকার আলী । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব রক্ষন অফিসার মোঃ ইসমাইল হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সমবায় কর্মকর্তা জান্নাতুন-নেছা,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক গাজী তরিকুল, সাংবাদিক পরাগ রায় সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী, সহকারী সমাজ সেবা কর্মকর্তা সত্যজিত দাশ, উইপি চেয়ারম্যান আসলাম হালদার, ইউপি সচিব যথাক্রমে মোঃ আবুল কালাম আজাদ, শশাংক রায়, চিরঞ্জীব রায়, রাজিবুল ইসলাম, উদ্যাক্তা শিউলি বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মচারীবৃন্দ । মেলায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও ৭ টি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে মোট ১০ টি স্টল অংশগ্রহণ করেন ।