ঢাকাSaturday , 23 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বৈদ্যুতিক সার্কিটে আগুন লেগে একটি বাড়ি ভস্মিভূত।

দেশ চ্যানেল
September 23, 2023 6:04 am
Link Copied!

মোঃ মোখলেসুর রহমান মনির,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লেগে একটি বাড়ি পুরোপুরি ভাবে ভস্মীভূত হয়েছে। জানাগেছে, নাচোল পৌর এলাকার ৫ নং নাম্বার ওয়ার্ডের মুরাদপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল বারেকের বাড়িতে বৈদ্যুতিক সার্কিট হয়ে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে ছাঁই হয়ে যায়। গতরাত(শনিবার) ভোর ৪.০০ টার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন ।

তাৎক্ষণিক নাচোল পৌর মেয়রের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাচোল পৌরসভার মোঃ মুনিরুজ্জামান, ৫ নং ওর্য়াডে কাউন্সিলর ও
৪,৫ ও ৬ নং ওর্য়াডে মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার নাজ। বাড়ির মালিক আব্দুল বারেকের বউ সালেহা আক্তার জানায়, আমার ননদ বর্ষা একা থাকার কারণে প্রতিবেশী ফুফুর বাড়িতে ঘুমাতে যায়। আনুমানিক ভোর চারটার দিকে মানুষের চিৎকার চেঁচামেচি শুনে জানতে পারে যে তার বাড়িতে আগুন লেগেছে।

স্থানীয়দের চেষ্টায় ও নাচোল ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। ওই বাড়ির মেয়ে বর্ষা জানায়, আমাদের বাড়ির দুইটা ঘরের আসবাবপত্র, থালা বাসন, খাদ্য সামগ্রীসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। আমাদের মাথা গোজার ঠাঁইটুকু নাই। এমনকি বাড়িতে কোন খাদ্য সমগ্রী নাই,পরনের পরার মত কোন কাপড় নাই। আমার বাবা-মা বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে।

আমি পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ বিত্তবানদেরকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আকুল আবেদন করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST