রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক পদে আবু নাসের মঞ্জু নির্বাচিত হয়েছে।
আনন্দমুখর পরিবেশে ২৩শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হল রুমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমান এর নিয়ন্ত্রণে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বহুল কাঙ্খিত সাংবাদিক নেতৃত্ব নির্বাচিত করে সম্মানিত ভোটার বৃন্দ।
প্রেস ক্লাবের ৫৭ জন সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন ভোটের আগেই মৃত্যুবরণ করায় বাকি ৫৬ জন সদস্যের মধ্যে মোট ৫৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বখতিয়ার শিকদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ ১৪ ভোট পেয়ে ২১ ভোটের ব্যবধানে পরাজিত হন।
সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবু নাছের মঞ্জু ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হাসান মীরন ১৭ ভোট পেয়ে ১১ ভোটের ব্যবধানে পরাজিত হন।
কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন শিবলু ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন ভৌমিক ১৭ ভোট পেয়ে ৭ ভোটের ব্যবধানে পরাজিত হন।
এছাড়াও সহ-সভাপতি পদে ২জন
মাসুদ পারভেজ (এনটিভি) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
শাহ এমরান সুজন (দৈনিক সোনালী জমিন) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দু’জন
এ আর আজাদ সোহেল (দৈনিক ভোরের আকাশ) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
আকবর হোসেন সোহাগ (নিউজ ২৪) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন নাসির শাহ নয়ন।
প্রচার সম্পাদক পদে গাজী রুবেল ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে তিনজন
আব্দুল মোতালেব ৩০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।
নুর রহমান ২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।
মাহাবুবুর রহমান ২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।
আইনি জটিলতায় আদালতের কাঠগড়ায় হামাগুড়ি দিতে দিতে দীর্ঘ ৬ বছর পিছিয়ে পড়া নোয়াখালী প্রেস ক্লাব পেল নতুন যোগ্য নেতৃত্ব। সাধারণ সদস্যরা বিশ্বাস করে ন্যায্যতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে নব-নির্বাচিত কমিটির যোগ্য নেতৃত্বের হাত ধরেই নোয়াখালী প্রেস ক্লাব এগিয়ে যাবে উন্নয়নের বার্তা নিয়ে।