ঢাকাSaturday , 23 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রামপালের পৃথক পৃথক অভিযানে মাদক কারবারি আটক ২।।

দেশ চ্যানেল
September 23, 2023 1:43 pm
Link Copied!

হারুন শেখ রামপাল প্রতিনিধি, বাগেরহাট।।

রামপাল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

আটককৃতদের শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ৩০মিনিট বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো বাগেরহাট সদর উপজেলার বারুইডাঙ্গা গ্রামের শেখ আ. জব্বারের ছেলে শেখ জাহিদ হোসেন (৩৮) ও ফকিরহাট উপজেলার তেকাটিয়া গ্রামের সমর চন্দ্র দে’র ছেলে শাওন চন্দ্র দে ওরফে শয়ন চন্দ্র দে (২১)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের সামনে অভিযান পরিচালনা করেন এসআই দেলোয়ার হোসেন। ওই সময় জাহিদ হোসেনকে ৫১ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে এসআই ইসমাইল হোসেন শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির সামনে অভিযান চালান। ওই সময় আসামি শাওনকে ৪৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন।

আসামিদের আটক ও বাগেরহাটের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST