আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার আলম, কালিহাতী ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃআঃছাত্তার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে ভাল কাজের পুরস্কার স্বরূপ আনসার সদস্যদের মাঝে ২৩ টি বাই সাইকেলসহ শতাধিক টর্চ লাইট, ছাতা ও মগ দেয়া হয়।