বেড়া উপজেলা প্রতিনিধি:
পাবনার বেড়ায় ধাত্রী ও গ্রাম্য ডাক্তারদের স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর, ২০২৩ ) বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন অন্তর্গত মরিচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজনে ও কোর গ্রুপ (ইউএসএ) এর সহযোগিতায় ইম্প্রোভিং, সেক্সচুয়াল, রিপ্রোডাক্টিভ, ম্যাটার্নাল, নিউবর্ন, চাইল্ড এন্ড এডোলেসেন্টস হেলথ (এসআরএমএনসিএএইচ) প্রকল্প এর আওতায় ধাত্রী ও গ্রাম্য ডাক্তারদের সাথে স্বাস্থ্য সেবা প্রদানকারী, টিবিএ, গ্রামের স্বাস্থ্য অনুশীলনকারীদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার ফাতেমা তুজ জান্নাত, ইউএইচএনএফপিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মরিচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোঃগোলাম রাব্বানী,সদস্য ৯নং ওয়ার্ড নতুন ভারেঙ্গা ইউনিয়ন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ও প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন মোঃ মনিরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী এসআরএমএনসিএএইচ প্রকল্প, ব্রেড।
সভায় আরো উপস্থিত ছিলেন ব্রেড এর ফিল্ড অর্গানাইজার সাহিদা খাতুন ও পলাশ সাহা।