ঢাকাMonday , 25 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ডুমুরিয়ার চাঞ্চল্যকর ডাকাতি ঘটনার ১৪ ডাকাত আটক, পুলিশ সুপার কার্যালয় প্রেস ব্রিফিং!

    দেশ চ্যানেল
    September 25, 2023 10:29 am
    Link Copied!

    বিপ্লব সাহা খুলনা ব্যুরো :

    খুলনা ডুমুরিয়ায় গত ২২ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত গভীর রাতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। পরে ডুমুরিয়া থানা পুলিশ বিষয়টি জানতে পেরে মামলার অন্যতম আসামি সাইদুল সহ মোট ১৪ জন কে দ্রুত সময়ের মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আটক এবং ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং মালামাল উদ্ধার ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ সকল তথ্য তুলে ধরে আজ ২৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করেছেন খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম সেবা।
    এ সময় তিনি বলেন ঘটনাটি গত ২২ তারিখে ঘটলেও অপরাধীদের বিভিন্ন কৌশলে পুলিশ তাদের ২৪ সেপ্টেম্বর যশোর থেকে নগদ ২৭ হাজার ৮০০ টাকা একটি স্বর্ণের আংটি ও একটি মোবাইল ফোন সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
    এই আন্তজেলা ডাকাত চক্রের সদস্যদের আটক করতে পুলিশের বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়েছে। পুলিশ চারটি ভাগে বিভক্ত হয়ে পুলিশের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ডাকাতি হওয়া একটি মোবাইলের ট্রেস অনুসন্ধান সূত্র ধরে এদের আটক করা হয়েছে।
    এদের মধ্যে একজন মহিলা ডাকাত ও রয়েছে তার কাছ থেকে মূলত স্বর্ণের আংটি ও একটি মোবাইল ফোন পাওয়া যায় এবং ওই মোবাইল ফোন ও স্বর্ণের আংটিটি দেখে ভুক্তভোগী ক্ষতিগ্রস্তরা সুনির্দিষ্ট ভাবে নিশ্চিত হয়।
    এ সময় ডাকাত দলের সদস্যদের কাছ থেকে আরও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।
    পুলিশ সুপার আরো বলেন এই সাইদুল এর নামে ১০ বছর পূর্বের সিঁদেল চুরি ও ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। তবে এই চক্রের প্রতিটি সদস্যের নামে বিভিন্ন থানায় দুটি তিনটি করে মামলা রয়েছে।
    পুলিশ সুপার ধারণা করছে এই চক্রের পিছনে বড় কোন চক্রের ইন্ধন রয়েছে। এবং তা খতিয়ে দেখবে পুলিশ।
    আটকৃত ডাকত চক্রের সদস্যদের জেলহাজতে প্রেরণ করার প্রক্রিয়া কার্যক্রম চলছে।
    এবং আজ রাতের মধ্যেই এদের জেল হাজতে প্রেরণ করা হবে।
    এ সময় পুলিশ সুপার উপস্থিত বিভিন্ন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন শুধু ডাকাত দল নয় সমাজের যত ধরনের দুষ্কৃতকারীরা আছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
    তাছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে খুলনা মেট্রোপলিটন কমিশনারের উদ্যোগে গত সপ্তাহে সকল গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে হ্যালো
    কে এমপি অ্যাপস উদ্বোধন হয়েছে। যার মাধ্যমে অতি দ্রুত পুলিশ সেবা পাবে সাধারণ জনগণ।
    এবং হ্যালো কেএমপি অ্যাপসটি সকল সচেতন ব্যক্তিদের মোবাইলে অতি গুরুত্বপূর্ণ এই অ্যাপসটি ইনস্টল করে রাখা অতীব জরুরি বলে তিনি মনে করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST