মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে একটি কোল্ড স্টোরেজ কোম্পানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার ( ২৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের মুনিগঞ্জ হাড়িখালী এলাকায় বি,ই কোল্ড স্টোরেজ এন্ড এগ্রো প্রসেসিং লিঃ কোম্পানীতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, বাগেরহাটের বি,ই কোল্ড স্টোরেজ এন্ড এগ্রো প্রসেসিং লিঃ এর মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রী করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাব অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। তিনি আরো জানান, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং বাগেরহাট জেলা পুলিশের সার্বিক সহায়তায় নিয়মিত প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং করা হয়। জনগনের মাঝে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকতে সকল ব্যবসায়ীকে আহ্বান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।