সাব্বির আকাশঃ (হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিপ্রসাদ গ্রামে জনগনের চলাচলের সরকারি রাস্তায় গৃহ নির্মাণ করে রাস্তা বন্ধ করে দিয়েছে ওই গ্রামের আসাদ আলী নামে এক ব্যাক্তি। বাধা অপসারণ করে রাস্তা খুলে দেওয়ার জন্য হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রফিকুল আলম আদেশ দিলেও এক বছরেও পুলিশ আদালতের নির্দেশ পালন করেনি। জানা গেছে, হরিপ্রসাদ গ্রামের আসাদ আলী নামে এক ব্যাক্তি ওই গ্রামের জেলা প্রশাসক মালিকানাধীন সরকারি রাস্তায় গৃহ নির্মাণ করে জনগনের চলাচল বন্ধ করে দিয়েছে। জনস্বার্থে একই গ্রামের খলিলুর রহমান রাস্তা বাধা দুর করতে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ২০২১ সালে মামলা করেন। আদালতের নির্দেশে মনতলা তদন্ত কেন্দ্র এসআই নাজিম উদ্দিন ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত পুলিশের তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য কাগজপত্র পর্যবেক্ষন করে রাস্তার বাধা অপসারণ করে পুলিশকে আদালতে প্রতিবেদনের নির্দেশ দেন। মামলার বাদি খলিলুর রহমান জানান, আদালতের নির্দেশে মনতলা তদন্ত কেন্দ্রের এসআই মঞ্জুরুলের কাজে গেলে এ বিষয়ে তিনি আইনি প্রদক্ষেপ গ্রহন করেননি। একারনে আদালতের আদেশ থাকা সত্বেও এখন পর্যন্ত রাস্তার বাধা দুর করা সম্ভব হয়নি। ফলে জনগনের ভোগান্তি রয়ে গেছে। মনতলা তদন্ত কেন্দ্রের এসআই মঞ্জুরুল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বদলি হয়ে বানিয়াচং চলে আসছি। যিনি দায়িত্বে আছেন তিনি আদালতের আদেশ প্রতিপালন করবেন।