একে এম গিয়াসউদ্দিন [ভোলা]:
প্রধানমন্ত্রী যদি দেশকে উন্নত ও ডিজিটাল না করতেন, তাহলে আজো আমরা পিছিয়ে থাকতাম বলে মম্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি আরো বলেন সমাজে পিছিয়ে পড়া, মৌলিক অধিকার থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের অধিকার প্রতিষ্ঠাসহ আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করেছে বর্তমান সরকার।
আজ(২৬ সেপ্টেম্বর) মোঙ্গবার দুপুরে লালমোহন উপজেলার সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনি ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
তিনি বলেন, সমাজের প্রত্যেকটি মানুষকে উন্নয়নের মূলধারায় আনতে কাজ করছে সরকার। আমরা জাতির পিতার আদর্শে বিশ্বাস করি, তার কন্যার দর্শনে বিশ্বাস করি। তাই সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কষ্ট লাঘবে কাজ করছি।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, গত ১৫ বছরে বর্তমান সরকার দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া দিয়েছে। প্রধানমন্ত্রী যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, তার মধ্যে অন্যতম হলো একজনও পিছিয়ে থাকবে না। প্রত্যেক মানুষকে উন্নয়নের আওতায় আনা হবে। সরকার সেইভাবেই কাজ করছে।
এ সময় সামাজিক নিরাপত্তা বেষ্টনির সুবিধাভোগী মুক্তিযোদ্ধার সন্তান, মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত, প্রতিবন্ধী, মসজিদের ইমাম, বয়স্কভাতা প্রাপ্ত, বিধবা ভাতাপ্রাপ্ত, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারাসহ বিভিন্ন উপকারভোগীরা তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলার প্রায় ১০ হাজার সুবিধাভোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।