ঢাকাWednesday , 27 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মাদারীপুরে র‌্যাব-পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা গ্রেফতার

    দেশ চ্যানেল
    September 27, 2023 10:27 am
    Link Copied!

    মোঃ আতিকুর রহমান আজাদ
    মাদারীপুর প্রতিনিধি

    মাদারীপুরের রাজৈরে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গ্রাহকের লাখ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা মিজানুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে ব্যাংকের ভেতরে ও বাইরে বসে ছিনতাই কার্যক্রম চালানো আরও সাত জন সদস্য রয়েছে। মিজানুরকে গ্রেফতারের পর বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মাসুদ আলম খান। গ্রেফতার মিজানুর রহমান বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দি এলাকার আনসার আলীর ছেলে।
    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে গ্রাহকের টাকা ছিনতাই করতো একটি চক্রটি। র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রথমে প্রাইভেটকারে তোলা হয় গ্রাহককে। পরে টাকা নিয়ে হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কে গ্রাহককে ফেলে রাখে তারা টাকা ও মূল্যবান সম্পদ নিয়ে পালত। গত ১৩ আগস্ট রাজৈর উপজেলার ইশিবপুরের আল মুমিন মোল্লার কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজৈর থানায় একটি মামলা হয়। এরপরেই তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহযোগিতায় জেলার গোয়েন্দা পুলিশ এই চক্রের মুলহোতা মিজানুরকে চিহ্নিত করে। পরে মঙ্গলবার রাতে বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দা এলাকায় নিজবাড়িতে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতার করা হয়।
    রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গ্রেফতার মিজানুর দীর্ঘদিন ধরে এই অপরাধের সঙ্গে জড়িত। বিভিন্ন মামলায় গ্রেফতারে জামিনে বেরিয়ে এসে আবারো সে একই কাজ করতো। তিনি নিজে একটি অপরাধ গ্যাংয়ের নিয়ন্ত্রক ছিল। তার বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ দেশের বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে বুধবার দুপুরে আদালতের হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST