মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন সম্প্রতি বহুল আলোচিত ভিসা নীতি সম্পর্কে আমেরিকা তাদের দেশে কাকে যেতে দিবে আর কাকে তে দিবে না তা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। তিনি বুধবার (২৭ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুরে দুপুর ১ টায় নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত্র কেন্দ্রের শুভউদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমেরিকার ভিসা নীতি নিয়ে আমাদের বিচলিত হবার কিছু নেই। আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কের কোন ঘাটতি নেই। আগে যেমন ছিলো তেমনি আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে ।
বিদেশি মহল আজ মানবতার কথা বলে,মানবতা বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য । তাই বিদেশীদের কে আহ্বান জানাই মানবতা কাকে বলে বাংলাদেশে এসে দেখে যান। অনেক দেশ এখন বলে বাংলাদেশ আজ এতদূত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার কারণ কি ,আমি তাই বিদেশিদেরকে বলি ,এর কারণ হচ্ছে ,শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ,বঙ্গবন্ধুর রক্ত তার মধ্যে প্রবাহিত ,যার কারণে তিনি এদেশকে ভালোবাসেন যার জন্যই এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। ২০০৮ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশকে পাল্টিয়ে দেবেন, এখন আপনারা নিজেকে জিজ্ঞাসা করেন, তাহলেই পেয়ে যাবেন আজ আমরা কতখানি স্বাবলম্বী হয়েছি, কতখানি আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি। আমাদের বাড়ির কথাই বলি না কেন?প্রত্যেকটি বাড়িতে আজ বিদ্যুৎ পেয়েছে এমন কোন জায়গা নেই যে, সেখানে বিদ্যুৎ যায়নি, সব জায়গায় বিদ্যুৎ পৌঁছেছে ।
এছাড়া ও স্বাস্থ্য সেবায়, খেলাধুলায় ও সাংস্কৃতি অঙ্গনে বলেন সব ক্ষেত্রেই বাংলাদেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা নেতৃত্বের ফলেই তা সম্ভব হচ্ছে ।
সমাবেশে রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বপিএম,পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রমুখ।