ঢাকাThursday , 28 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মহানবী জন্মগ্রহণ করেছিলেন বলেই পৃথিবী সৃষ্টি হয়েছিল, কেসিসি মেয়র!

    দেশ চ্যানেল
    September 28, 2023 1:07 pm
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    মহানবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন ইসলাম ধর্মের সঠিক আদর্শ ও নারীদের সম্মানের পথ প্রদর্শক হিসেবে যখন সমাজ ব্যবস্থা ছিল অত্যান্ত নাজুক এবং অধার্মিকদের অত্যাচার প্রখর হয়ে উঠেছিল ঠিক তখনই মহানবী জন্মগ্রহণ করেন।
    এই মহান পুরুষ পৃথিবীতে এসেছিলেন বলে মানুষ অন্ধকার থেকে আলোর সন্ধান পেয়েছিলেন তিনি আমাদের জীবনের পথ-প্রদর্শক সত্য ও ন্যায় নীতির দার্শনিক। তাই তার আদর্শ অনুসরণ করে যদি আমরা চলতে পারি তাহলে সমাজব্যবস্থা আরো সুন্দর হবে মেয়র আজ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার নগর ভবন চত্বরে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন ইতোমধ্য প্রায় ২৫০ টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচার প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে শিশুদের ছোটবেলা থেকেইধারণা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মেয়র।
    তাছাড়া তিনি বিশ্বের সকল মানুষ জাতির উদ্দেশ্য করে বলেন পবিত্র ঈদ ই মিলাদুন্নবীর দিনটি সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত গৌরবের। মহানবী (সা.) এর জন্ম না হলে পৃথিবী সৃষ্টি হতো না তানার জন্মের পরেই পৃথিবীর নতুন করে আলোকিত হয়েছিল। শান্তির ধর্ম ইসলাম ও সমাজ প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছেন হেরা পর্বতের গুহায় তিনি ৪০ বছর বয়সে নবুওয়াত লাভ করেন।
    আজকের পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।
    অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্যানেল মেয়র ২ মোঃ আলী আকবর টিপু।
    খুলনা ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া কেসিসির শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাসেমী প্রমুখ বক্তৃতা করেন।
    এসময় সিটি কর্পোরেশন এর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মেয়র পবিত্র ঈদ ই মিলাদুন্নবী ( সা.) উপলক্ষে বিভিন্ন ইসলামী প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST