রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
লংগদুতে ডানে আটারকছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন ও সহকারী শিক্ষক আব্দুস সবুর স্যারের চাকুরী জীবনের শেষ ও অবসর জনিত কারণে উক্ত স্কুলের প্রাক্তন ছাত্র – ছাত্রী ও পরিচালনা কমিটি,শিক্ষক,অভিভাবক এবং এলাকাবাসীর উদ্যোগে তাদের বিদায়ী সংবর্ধনা প্রদান করে।
মঙ্গলবার ( ১০ অক্টোবর) সকাল ৯ টা থেকেই ডানে আটারকছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে বিদ্যালয়ের প্রক্তন ছাত্র জালাল হোসেন মালেক ও আলমগীর হোসেন এবং জিয়াউল হকের যৌথ সহযোগিতায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম পরিচালানা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহ্ নেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, বীর মুক্তিযুদ্ধা খোরশেদ আলম, করল্যাছড়ি আর এস উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহ অন্যান্যরা।
এসময় সংবর্ধিত শিক্ষকরা বলেন, সু- শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই সকল শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। জাতী গড়ার কারিগর হয়ে মানুষের পাশে দাড়াতে হবে।আজ ৩৬ বছর চাকরি জীবন শেষে বিদায় বেলায় অশ্রুসিক্ত কাপা কাপা কন্ঠে ছাত্রদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে এসব কথা বলেন তারা।

