ঢাকাThursday , 12 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মাদারগঞ্জে  মাটির শিল্পের  ৪০ জন কারিগরের মানবেতর জীবনযাপন, সরকারি সহযোগিতা চান  

    দেশ চ্যানেল
    October 12, 2023 4:47 am
    Link Copied!

    মোঃ কামাল উদ্দিন
    মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

    জামালপুরের মাদারগঞ্জে মানবেতর জীবনযাপন করছে মাটির শিল্পের ৪০ জন কারিগর। বুধবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা ও জানা  যায় মাদারগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের পালপাড়ার মাটির শিল্পের ৪০ জন  কারিগর মানবেতর জীবনযাপন করছেন। মাটির শিল্পের ব্যবহার বিগত দিনের মত আর না থাকায় হারিয়ে যেতে বসেছে এ শিল্প। মানবেতর জীবনযাপনের মধ্য দিয়ে মাটির শিল্প কে টিকিয়ে রাখার চেষ্টা করছে কারিগরা।  এ শিল্পের কাজ করে পরিবার নিয়ে চলছে না তাদের সংসার। দুই জনকে দই এর খুটি ভেনগাড়ীতে তোলা অবস্থায় দেখা যায় সে গুলো গোডাউনে রাখবে বলে। দই এর খুটি বড় সাইজের টা ১ হাজার টাকা শ,প্রতি পিস ১০ টাকা,মাঝারি টা আটশত টাকা শ, প্রতি পিস ৮ টাকা এবং ছোট সাইজের টা ৬শ টাকা শ,প্রতি পিস ৬ টাকা, কাদা ৩০ টাকা পিস।   মাটির শিল্পের চাহিদা না থাকায় হতাশায় রয়েছে মাটির শিল্পের কারিগররা।  এ অবস্থায় সরকারি সহযোগিতা চেয়েছেন মাটির শিল্পের কারিগররা।  সরকারি সহযোগিতা পেলে ঘুরে দাড়াতে পারে এ শিল্প। পৌর এলাকার  পালপাড়ার মাটির শিল্পের কারিগর সুমিত্র চন্দ্র পাল,পবিত্র পাল  বলেন আগে মাটির দাম কম ছিল বিভিন্ন জিনিস তৈরি করে কম দামেই বিক্রি করেছি। সে সময় চাহিদাও বেশী ছিল আর বর্তমানে মাটির শিল্পের ব্যবহার নেই বললেই চলে।  অধিকাংশ ক্ষেত্রেই  এ শিল্পের ব্যবহার নেই ফলে আমরা এ শিল্পের কারিগররা মানবেতর জীবনযাপন করছি এবং পরিবার পরিজন নিয়ে সংসার চলছে না।  এ শিল্প কে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা চাই আমরা।  একই কথা বলেন এ শিল্পের কারিগর বিকাশ পাল, অতুল চন্দ্র পাল, শন্তুু পাল ও সূর্যনাথ পাল সহ অনেকে।

    মাদারগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান সোহেল বলেন  পাল পাড়ায় মাটির শিল্পের কারিগরদের মাঝে পৌরসভা থেকে বরাদ্দকৃত ভিজিএফ ও টিসিবি স্লিপ পৌছায়ে দেই।  তাছাড়া এ শিল্পের উপর নির্ভর করে তাদের সংসার চলছে না বিধায় বিকল্প হিসেবে কেউ কেউ ভেনগাড়ী ও হোটেল ব্যাবসায় ঝুকছে।

    মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল বলেন মৃৎশিল্প দীর্ঘদিন ধরে চলমান, এ শিল্পের ব্যবহার আগের মত আর নেই অনেকটাই কমে আসছে। দই এর খুটি ও ফুলের টপ ছাড়া অন্যান্য কিছুর ব্যবহার তেমনটা নেই। আমি অবশ্যই  ওখানে গিয়ে তাদের সাথে  ছিলাম কথা বলেছি।  তাদের একটা প্লাটফর্মে নিয়ে আসতে হবে এবং মৃৎশিল্প কে টিকিয়ে রাখতে কারিগরদের জন্য বিকল্প কিছু করতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST