ঢাকাThursday , 12 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে প্রাথমিক শিক্ষকদের সাথে মত বিনিময় করলেন উপজেলা চেয়ারম্যান

দেশ চ্যানেল
October 12, 2023 3:25 pm
Link Copied!

মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ, প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়
আজ বৃহস্পতিবার ১২ই অক্টোবর বিকাল ৩ঘটিকার সময় কলিয়া ও ধামশ্বর ইউনিয়নের শিক্ষক মন্ডলীদের আয়োজনে ঘড়িয়ালা উম্মে কুলসুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ‌ প্রাথমিক বিদ্যালয় সমুহের সকল শিক্ষকগনের অংশগ্রহণে শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা শায়লা ও হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হাসান মৃধা ।
বিশেষ অতিথি ছিলেন -উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, কলিয়া ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার আব্দুস ছালাম,ধামশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম,শিক্ষক সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিয়া,
প্রমূখ।

মতবিনিময় সভার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা বলেন-শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর।তাই আপনাদের কাছে জাতি অনেক কিছু আশা করে ।
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০৪১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।
একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, “শিক্ষাই জাতির মেরুদণ্ড”। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল,উন্নয়ন,অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর।শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন – প্রতিটি স্কুলের শিক্ষককে সময়মত স্কুলে যেতে হবে কোন শিক্ষক ফাঁকি দিলে তাদের চিহ্নিত করা হবে । আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারের নৌকা মার্কায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST