ঢাকাSaturday , 14 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

বাউফলে একই দিনে আওয়ামী লীগের তিন গ্রুপের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দেশ চ্যানেল
October 14, 2023 12:02 pm
Link Copied!

মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

বিএনপি-জামায়াতের অগ্নি সংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী লীগের তিন গ্রুপ পৃথক ভাবে শান্তি সমাবেশ করেছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের (একাংশ) সভাপতি ও স্থানীয় এমপি আসম ফিরোজের সভাপতিত্বে আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ প্রমুখ।
অপর দিকে সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল গ্রুপ শহরের কুন্ডুপট্টিস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জসীম উদ্দিন ফরাজির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এসএম ইউসুফ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আবদুল লতিফ খান বাবুল, মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক (একাংশ) ও ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলি প্রমুখ।
এ দিকে একই দিন সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার গ্রুপ বগা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে শান্তি সমাবেশ করে। বগা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু দিলীপ চন্দ্র পাল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (একাংশ) তালুকদার মোঃ জাহাঙ্গির হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহামুদ হাসান, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ শাহাবুদ্দিন আকন, বগা ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল চৌকিদার প্রমুখ। তিন গ্রুপের  এ সমাবেশে বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
তিন গ্রুপের এ শান্তি সমাবেশকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করলেও শেষ পর্যন্ত কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তি সমাবেশ শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST