ঢাকাSunday , 15 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের কালীগঞ্জে জমি নিয়ে মারামারি আহত -৬

দেশ চ্যানেল
October 15, 2023 1:50 pm
Link Copied!

রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে সাম্প্রতিক সময়ে জমি নিয়ে মারামারির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হলেও এবার উপজেলার ভুল্লারহাট এলাকায় জমি নিয়ে বিরোধে মারামারির ঘটনায় ৬জন আহত হয়েছেন। এরমধ্যে আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এরশাদুল (৩৫) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় অন্যান্য আহত পাঁচ জন হলেন -১/ মিম আক্তার (২৩) ভর্তি রেজি নং ১৪০৬৭/১৮ বেড নং ২২, ২/ জেসমিন আক্তার (২৫) ভর্তির রেজি নং ১৪০৩৩/১৪ বেড নং ২৩ ৩/ মুনতাহা (৩) ভর্তি রেজি নং ১৪০৩৬/১৭ বেড নং ২১, ৪/সেলিম মেহেদী (৩৫) ভর্তির রেজি নং ১৪০৩৪/১৫ বেড নং ১৫, ৫/ আবুল কালাম আজাদ (২৬) ভর্তির রেজি নং ১৪০৩৫/১৬ বেড নং ০৭।

১৫ ই অক্টোবর (রবিবার) দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় উপজেলার ভুল্যারহাট বাজারের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে কালিগঞ্জ সানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরে-জমিনে জানা যায়, সেলিম মেহেদী গংদের ভোগদখলীয় ১৩ শতাংশ জমির উপর বেঁড়া দিয়ে বে-দখল করার চেস্টা কে কেন্দ্র করে মজিদুল ইসলাম গংদের সহিত বিরোধের সুত্রপাত ঘটে।
ভোগদখলীয় জমিতে বেঁড়া প্রদানে বাঁধা করলে মজিদুল ইসলাম গংদের আক্রমনে প্রতিপক্ষের ৬ জন আহত হয় বলে জানা যায়।

এ ঘটনায় এরশাদহলের মেয়ে লাবনী দেশ চ্যানেল কে বলেন, আমার বাবা বাজার হতে আসার সময় আমার বাবার উপর মিজান, সাফিউল, ইরাত,নজরুল, আরজু গং হামলা করে। আমার বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ঘটনার প্রত্যক্ষ সাক্ষী বৃদ্ধা চাচী আলেমা খাতুন দেশ চ্যানেল কে বলেন, ওমরা মোর ভাতিজাকে মোটা বাঁশ দিয়া মাথাত ডাং দেয়। মোট ভাতিজার মাথা ফাটি রক্ত ঘর হতে আঙ্গিনায় ভাসি গেছে, তোমারা একনা দেখো। আল্লাহ জানে ছাওয়াটা বাঁচে না মরে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তিরত আবুল কালাম আজাদ দেশ চ্যানেল কে বলেন, আমার বাসা বুড়িমারীতে । আমি শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি। কিছুদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার একটি অভিযোগ দেয়ার হয়েছে আজ উভয় পক্ষের থানায় বসার কথা ছিল। তার আগেই আমাদেরকে ফাঁসাতে তারা এ ঘটনা ঘটালো বলে জানান তিনি।

স্থানীয় লোকজনের মতে, হামলাকারীরা তিন বছরের অবুঝ শিশু মুনতাহাকেও ছাড় দেয়নি। তারা এই নিরাপরাধ ছোট্ট শিশুটিকেও জখম করেছে।

সরেজমিনে প্রতিপক্ষ মজিদুল ইসলামের বাড়িতে গিয়ে কাউ কে পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি জায়গা জমি সংক্রান্ত, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST