হাফিজুর রহমান কাজল,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (BUET) ২০২১ ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) বিভাগের মেধাবী শিক্ষার্থী আসিফ আসমত নিবিড় বর্তমানে ভয়াবহ রোগ Metastatic Carcinoma Cell Cancer-এ আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সাথে লড়ছেন।
চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তার পরিবারের পক্ষে এই খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। নিবিড়ের পরিবার ও সহপাঠীরা জানিয়েছেন—তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন।
আসিফ আসমত নিবিড় এর আগে EX VICTORIAN’19, CGC’21 হিসেবে পড়াশোনা শেষ করে বর্তমানে BUET-এ পড়াশোনা করছেন। শিক্ষাজীবনে তিনি ছিলেন মেধাবী, পরিশ্রমী ও স্বপ্নবান একজন তরুণ।
নিবিড়ের চিকিৎসার খরচ জোগাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
সহযোগিতার জন্য :
📱 bKash/Nagad : 01910667269
🏦 Sonali Bank
Account No: 3103002039821
Account Name: MST. SHAMSUNNAHAR
Branch: দামড়হুদা, চুয়াডাঙ্গা
Routing Number: 200180283