ঢাকাThursday , 9 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • অবৈধভাবে সীমান্ত অতিক্রমে নিরুৎসাহিত করে জেলা প্রসাশকের মতবিনিময় সভা।

    দেশ চ্যানেল
    January 9, 2025 4:47 pm
    Link Copied!

    মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ

    আসন্ন ভারতের তীর্থ যাত্রা বা পৌষ মেলাকে কেন্দ্র করে খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকেলে পানছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

    এতে অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। এ সময়ব ক্তব্য রাখেন অতিথিবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ অন্যান্যরা।

    বক্তারা বলেন, প্রতি বছরের মতো এবারেও ভারতে তীর্থ যাত্রা বা পৌষ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় যাওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি থাকছে শুধুমাত্র অবৈধ ভাবে এক দেশ হতে অন্য দেশে প্রবেশ করার ক্ষেত্রে। আপনারা বৈধ পথে যান তাতে আমাদের কোনো আপত্তি নেই। অবৈধ পথে কেউ আসতেও পারবে না, যেতেও পারবে না।

    আপনারা জানেন সীমান্তে এখন কড়া নজরদারি চলছে। সীমান্ত রক্ষাকারী বাহিনীরা সর্বদা তাদের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করে আসছে। এবারেও তার ব্যতিক্রম হবে না। বরং এর চাইতে আরো বেশি নজরদারি অব্যাহত থাকবে। তাই জনপ্রতিনিধি, ধর্মীয় গুরু, হ্যাডমেন, কার্বারীর মাধ্যমে এলাকার সকলকে এই বিষয়ে সচেতন করতে হবে।

    এদিকে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক ও সংস্কারের বিষয়ে সকলের এক জোটের বক্তব্যে জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান জানান, টেন্ডার প্রক্রিয়া একটি লম্বা সময়ের কাজ। এটিতে সময় প্রয়োজন। আমি আজকেও সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি জানালেন পানছড়ি সড়ক টেন্ডার প্রক্রিয়ায় আছে। শীঘ্রই এর কাজ শুরু হবে।

    এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST