মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
অভিনব কায়দায় মাদক সরবরাহ কালে ৩১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় র্যাব-১১ সিপিসি-১ অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম অভিযান পরিচালনা করে মাদকসহ মাদক কারবারীদের আটক করেন।মাদক কারবারীরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার মফিজ মিয়া ও আরেকজন চারু মিয়া।জানাযায়-মাদক কারবারীরা গাঁজা পাচার কালে অভিনব কৌশল অবলম্বন করেন।নিষিদ্ধ মাদক গাঁজা বহন কালে এমন ভাবে রাখা হয়েছিলো যেন তল্লাশি করে খুঁজে না পাওয়া যায়।মাছের ড্রামের ভিতরে গাঁজার বস্তা কসটেপ ও পলিথিন ভালোভাবে পেঁচিয়ে নিচে গাজা ও উপরে মাছ রাখা ছিলো।র্যাব-১১ সিপিসি-১ অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানায়-গোপন সংবাদের ভিত্তিতে আমরা সওঘাট এলাকায় অভিযান পরিচালনা করি।অভিযানে তল্লাশি কালে মাছের ড্রামের মধ্যে ৩১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করি।মাছের ড্রামের মধ্যে নীচে গাঁজা ও উপরে মাছ রাখা ছিলো।মাদক কারবারীদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।