ঢাকাSunday , 13 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের সভাপতি মুকুল ডেভিল হান্ডের হাতে গ্রেফতার।

দেশ চ্যানেল
April 13, 2025 1:30 pm
Link Copied!

মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি :

অপারেশন ডেভিল হান্ট: এর অংশ হিসেবে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৩ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণকুর্শা) গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র ইমদাদুর রহমান মুকুল (৫৭), কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হাফিজুর রহমান বাদী হয়ে গত ৯ জানুয়ারি সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং- ১৩, উক্ত মামলার তদন্তে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের যৌথ টিম অপারেশন ডেভিল হান্ট: এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে মুকুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্য একটি সূত্র জানায় অপর একটি মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার পর উল্লেখিতস্থানে পেয়ে পুলিশ গ্রেফতার করে। এব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST