হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা:
চাষীর জমিতে আখ রোপন দেখতে কেরুজ এমডি,তাকে মাঠে পেয়ে মহাখুশী চাষীরা।
মঙ্গলবার সকালে দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো.রাব্বিক হাসান এফসিএমএ হঠাৎ উপস্থিত হয় জীবননগর সাবজোনের ধোপাখালী কেন্দ্রের মাঠে।এসময় তিনি সরাসরি আখ রোপন করা নিজে উপস্থিত হয়ে চাষীদেরকে উৎসাহিত করেন।এসময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম(সম্প্র. মো.মাহবুবুর রহমান,ডিজিএম (বী.প ও এগ্রো.) মো.দেলোয়ার হোসেন ও সংশ্লিষ্ট সাবজোন প্রধান মো.জয়নাল আবেদীন ও সিডিএ মঈনুর রহমান শাওন এবং অজয় চন্দ্র রায়।আখ চাষীরা বলেন, তারা বড়ো মাপের ব্যাক্তি।যখন মাঠে উপস্থিত হয়ে আমাদের আখ রোপনে উৎসাহিত করে,তখন আমরা গর্ববোধ করি।