আশাশুনি প্রতিনিধিঃ অলোক মন্ডল।
বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার উদ্দেগ নিয়েছে আগামী বৃহস্পতিবার ২৪/১০/২০২৪ তারিখ হতে ২৪/১১/২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা বিভাগ ব্যতীত ৭টি বিভাগে (১০-১৪ বছরের) বা (৫ম-৯ম শ্রেণী) সকল কিশোরীদের বিনামূল্যে (০১)ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে। টিকা পেতে হলে ১৭ ডিজিটের জন্মসনদ নম্বার দিয়ে www.vaxepi.gov.bd-এই লিংকে গিয়ে নিবন্ধন করুন।এবং এই এইচপিভি টিকার ব্যাপারে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা এর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, মহিলাদের জরায়ু ক্যান্সার প্রতিরোধ করার জন্য মূলত এই এইচপিভি টিকা দেওয়া হচ্ছে ১০-১৪ বছরের কিশোরীদের। এছাড়া তিনি আরো বলেন, সাতক্ষীরা জেলাতে ৯৪ হাজার জন কিশোরীদের ও আশাশুনি উপজেলাতে ১৭০০ জন কিশোরীদের মাঝে টিকা প্রদান করা হবে। এবং তিনি আরো বলেন এই টিকা পেতে হলে সকল কিশোরীদের জন্মনিবন্ধনের ১৭ সংখ্যার নম্বর দিয়ে www.vaxepi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে তা না হলে টিকা পাওয়া যাবে না।