ঢাকাMonday , 18 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস

দেশ চ্যানেল
December 18, 2023 5:01 am
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ। প্রতি বছরের ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

প্রতি বছরের মতো এবারও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ যথাযথ গুরুত্বের সাথে উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

তার অংশ হিসেবে আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন, পঞ্চগড় ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, পঞ্চগড় এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‍্যালি, পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন এডিসি রেভিনিউ রিয়াজউদ্দিন আহমেদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নেতৃবৃন্দ, জেলা ফায়ার সার্ভিস, পঞ্চগড় টিটিসি’র প্রিন্সিপাল আব্দুল হালিম সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, জেলা কর্মসংস্থান এর জেলা কর্মকর্তা মঞ্জুরুল হক, পঞ্চগড় টিটিসি প্রিন্সিপাল আব্দুল হালিম, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, টিটিসির শিক্ষার্থী বোরহান উদ্দিন তারেক।

এবারের অভিবাসী দিবসের স্লোগান হচ্ছে, ‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার’।

১৯৯০ সালে জাতিসংঘে গৃহীত হয়েছিল সব অভিবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST