ঢাকাTuesday , 9 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু।

দেশ চ্যানেল
September 9, 2025 8:59 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।অটোরিকশায় ডাকাতির প্রস্তুতিকালে জনতা তাকে গণপিটুনি দেয়।গণপিটুনিতে নিহত ডাকাতের নাম মোঃ আয়নাল হক(৪২),নিহত আয়নাল একই গ্রামের মহিজ উদ্দিনের ছেলে।গণপিটুনিতে নিহত আয়নাল ডাকাতি ও গণধর্ষণসহ অন্তত সাতটি মামলার আসামি।সোমবার রাতে প্রভাকরদী এলাকার বায়তুল আতিক জামে মসজিদের পাশে প্রভাকরদী কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে আয়নালের বাড়ি মাত্র ১০০ গজের মতো দূরে অবস্থিত বলে জানিয়েছে পুলিশ।তার বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে এবং একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বলেও জানান পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম।মুঠোফোনে তিনি বলেন-আয়নাল আড়াইহাজারে চিহ্নিত ডাকাত।তার বিরুদ্ধে কয়েকদিন আগে গ্রামবাসী মানববন্ধনও করেছিলো।আয়নালের বিরুদ্ধে সোমবার রাতে একটি অটোরিকশা ডাকাতির অভিযোগ উঠে।পরবর্তীতে আগে থেকেই তার উপর ক্ষুব্দ থাকা গ্রামবাসী জড়ো হয়ে গণপিটুনি দেয়।ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়েছে বলে জানিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খন্দকার নাসির উদ্দিন বলেন-খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি হেফাজতে নেয় পুলিশ। আয়নালের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে,মুখমণ্ডল ও মাথা থেতলে দেওয়া হয়েছে।আয়নালের বিরুদ্ধে পুলিশের রেকর্ড অনুযায়ী ডাকাতি ও গণধর্ষণসহ অন্তত সাতটি মামলা পাওয়া গেছে বলে জানান ওসি।নিহতের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে।কিন্তু তারা মামলা করতে রাজি নন।তবে পুলিশ এ ঘটনায় আইনগতভাবে কাজ করছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST