ঢাকাThursday , 26 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা ফুলবাড়ীতে নাশকতার মামলায় বিএনপি ২ নেতা আটক।

    দেশ চ্যানেল
    October 26, 2023 10:44 am
    Link Copied!

    মোঃ মোরসালিন ইসলাম

    দিনাজপুরের ফুলবাড়ীতে নাশকতার মামলাায় উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও উপজেলা যুবদলের আহবায়ক সাজেদুর রহমান সাজুকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এতেই আতঙ্ক বিরাজ করছে উপজেলা বিএনপি‘র নেতাকর্মীদের মাঝে।

    আগামী ২৮ অক্টোবর জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গত ২৫ সেপ্টেম্বর গভীর রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়ীতে-বাড়ীতে গিয়ে তাদেরকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজুকে আটক করে পুলিশ।এতে উপজেলা বিএনপি‘র নেতাকর্মীদের মাঝে গ্রেফতারের আতঙ্কত বিরাজ করছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী বলেন, বাড়ীতে এসে গভীর রাতে দরজায় শব্দ করলে পরিবারের সদস্যরা দরজা খুলে দেয়। এরপর বউ বাচ্চাদেরকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদান করা হয় এবং রাজনীতি থেকে বিরত থাকতে বলা হয়।

    এ বিষয় ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন জানান, আমাদের শান্তি পূর্ণ কর্মসূচি যেন বাস্তবায়ন না হয় সেই লক্ষ্যে তৃণমূল পর্যায়েরর নেতাকর্মীদের গ্রেফতারের এই সাঁড়াশী অভিযান চালাচ্ছে পুলিশ। আমরা এই অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে তাদেরকে মুক্ত করা হবে।

    গ্রেফতারকৃত আসামীদের বিরামপুর থানায় নাশকতার মামলায় আটক করা হয়েছে বলে যা জানা যায়। পরে তাদেরকে বিরামপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST