মোঃআব্দুল আজিজ নিয়ামত পুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই মহিলা ডিগ্রি কলেজ এ- পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক দীন মোহাম্মদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি ) বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মো.জিয়াউল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিত বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অঞ্জন কুমার দাস,আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোল্লা আজাদ সরকারি কলেজের অধ্যক্ষ মো.মাহবুবুল আলম দুলু,জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল সহ অত্র কলেজের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আলোচনা সভা শেষে বিদায়ী সহকারী অধ্যাপক দীন মোহাম্মদ কে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।