মাসুদ রানা বাশার আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী উপজেলার খুরিয়ার খেয়া ঘাট স্ট্যান্ডের পশ্চিম পাশে, আমতলী-কুয়াকাটা মহাসড়কের ধারে এক অজ্ঞাতনামা বয়স্ক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ৩ টার সময এলাকাবাসী সড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। অনেকে ধারণা করছেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে নিহতের নাম-পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অজ্ঞাত বয়স্ক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।হয়