মাসুদ রানা বাশার আমতলী (বরগুনা):
আমতলী উপজেলায় মাদক সেবনের অপরাধে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আমতলী থানাধীন কাঠালিয়া নতুন জীবন এনজিও ঘরের সামনে থেকে গতকাল আটক করা হয় মোঃ আলী হোসেন (২৫), পিতা মোহাম্মদ বশির হায়দারদার, সা- ৪ নং ওয়ার্ড চাউআড়া, থানা-আমতলী, জেলা-বরগুনা।
আলী হোসেনকে গাঁজা সেবনের অপরাধে আটক করার পর ডোপ টেস্টে তার ফলাফল পজিটিভ পাওয়া যায়। পরে আমতলী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন আমতলী থানা পুলিশ প্রশাসন।