মাসুদ রানা বাশার আমতলী উপজেলা প্রতিনিধি
বরগুনার আমতলী থানা পুলিশের অভিযানে ৪ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ আব্দুল আজিজ প্যাদা (৪৫), পিতা মৃত সুরত আলী প্যাদা, সাং–রজপাড়া, ২নং ওয়ার্ড, টিয়াখালী ইউনিয়ন, থানা–কলাপাড়া, জেলা–পটুয়াখালী।
আজ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় আমতলী পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের এ অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।