জেলা প্রতিনিধি নড়াইল
আমার চাওয়া-পাওয়ার কিছু নেই , আমার চাওয়া আপনাদের ভালোবাসা। জেল-জুলুম ও নির্যাতিত হয়ে আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। লোহাগড়ার মানুষ আমাকে যা দিয়েছে, তা পরিশোধযোগ্য নয়।আপনারা আমার হৃদয়ে স্থান করে নিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় নড়াইলের লোহাগড়া পৌর বিএনপির আয়োজনে লক্ষ্মীপাশাস্হ পৌর বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি মো : মিলু শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : মশিয়ার রহমান সান্টু’র সঞ্চালনায় বিশেষ কর্মী সভায় নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
বিশেষ কর্মী সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি নজরুল ইসলাম মোল্যা, সৈয়দ আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বিএনপি নেতা খোকন সরদার, আমিনুর রহমান বাবলু, খোকন কুন্ডু, নিপু চক্রবর্তীসহ প্রমূখ।
আলোচনা সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

