ঢাকাFriday , 23 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আলভী মিডিয়া গ্রুপের ১যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
January 23, 2026 11:51 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম.

আলভী মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনায় দীর্ঘ ১২ বছরের পথচলা উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মিলনমেলা “We Are Together 2026” সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ শে জানুয়ারি) ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অবস্থিত মধুমতী মডেল টাউনের “গ্রীন জোন রিসোর্টে” দিনব্যাপী এই মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, প্রতিনিধিসহ অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলাটি উৎসবমুখর হয়ে ওঠে।

মিলনমেলার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর অতিথিদের স্বাগত জানানো হয় এবং আলভী মিডিয়া গ্রুপের দীর্ঘদিনের পথচলা ও কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুভি বাংলা টেলিভিশন, জাতীয় দৈনিক আলোর সময় এবং অনলাইন নিউজ পোর্টাল ournews24. com দীর্ঘ এক যুগ ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই ধারাবাহিকতায় এমন মিলনমেলা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে গুণী সাংবাদিক ও মিডিয়া কর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক পর্ব।

অনুষ্ঠানে আলভী মিডিয়া গ্রুপের চেয়ারম্যান গোলাম মুক্তাদির আলভী বলেন, “এই আয়োজনের মূল লক্ষ্য হলো- একটি পরিবার হিসেবে সবাইকে একত্র করা। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। ঐক্যবদ্ধ থাকলে আমরা আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারবো।”

দিনব্যাপী এই মিলনমেলা শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

সার্বিকভাবে “We Are Together 2026” অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য মিলন, স্মৃতি ও সৌহার্দ্যের উৎসবে- যা সাংবাদিকদের পেশাগত জীবনে দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST