মোঃশরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী
এ বছর রাজশাহীর পুঠিয়ায় লক্ষ্যমাত্রার তুলনায় জমিতে আলুর ফলন বেশি হওয়ায় হিমাগারে সে আলু সংরক্ষণ নিয়ে নানা বিড়ম্বনায় পড়েছেন আলু চাষীরা।রাজশাহীর পুঠিয়ার আলু চাষী ও ব্যবসায়ীদের অভিযোগ হিমাগার গুলোতে আলু রাখার মত জায়গা না থাকার অজুহাত দেখিয়ে হিমাগার কর্তৃপক্ষ আলু নেওয়া বন্ধ করে দিয়েছেন। ফলে হিমাগারগুলোর গেটের সামনে ট্রাকও ট্রাক্টর ভর্তি আলু নিয়ে তাদের অপেক্ষা করতে হচ্ছে। আবার অনেক আলু চাষীরা আলু সংরক্ষণের জন্য স্লিপ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন বাজারে আলুর দাম কম থাকায় এবার আলু চাষিরা ও ব্যবসায়ীরা আলু সংরক্ষণের দিকে বেশি ঝুঁকে পড়েছেন। ফলে আলু সংরক্ষণে হিমাগারে চাপ বেড়েছে।অচিরেই এই চাপ কমে যাবে বলে মনে করছেন।