মোঃ রইস উদ্দিন(রিপন)স্টাফ রিপোর্টার
বিএনপি’র ঘোষিত(২৮শে অক্টোবর) মহাসমাবেশকে ঘিরে বিএনপি,পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে আহত পুলিশ ও সাংবাদিকদের দেখতে হাসপাতালে ছুটে গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।শনিবার(২৮ অক্টোবর)রাত প্রায় ৮ টার দিকে প্রথমে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাত প্রায় ৯ টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে গিয়ে,আহত পুলিশ ও সাংবাদিকদের শারীরিক খোঁজখবর ও আহতদের আত্মীয়-স্বজনদের খোঁজখবর নেন।আহতদের সুচিকিৎসার সকল ব্যবস্থা করার জন্য চিকিৎসকদের বলেন।আহত পুলিশও সাংবাদিকদের দেখা শেষ হলে,পরে নিহত কনস্টেবল আমিনুল পারভেজের বাড়িতে পরিবারের সদস্যদের সান্তনা দিতে ছুটে যায় আওয়ামী লীগের নেতারা।পরিবারের সদস্যদের পুলিশ কনস্টেবল আমিনুলের হত্যায় যারা জড়িত তাদেরকে,আইনের আওতায় এনে যথাযথ বিচারের আশ্বাস দেন নেতারা।এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন-শান্তি সমাবেশে বিএনপি’র সন্ত্রাসীরা আন্দোলনের নামে রাজনীতিতে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছেন।সকল সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।কাউকে ছাড় দেওয়া হবে না।সিসিটিভির ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।প্রতিনিধিদের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের সভাপতি মন্ডলীদের সদস্য আব্দুর রহমান,যুগ্মসাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ,মাহাবুব উল আলম হানিফ,আ ফ ম বাহাউদ্দিন নাসিম,ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,ঢাকা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হক সাচ্চু ও আফজালুর রহমান বাবু প্রমূখ।