মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে বালিজুড়ী বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দিতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে ভিন্নমত দমনে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

