রাসেল কবির// মানব সভ্যতার মাধ্যমে গড়ে উঠেছে ইন্টারনেট প্রযুক্তি। এই ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে দিন দিন যতই সেবার মান যতই দ্রুত হচ্ছে অপরদিকে আধুনিক প্রযুক্তি হারিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এক সময় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সকল ধরনের সমস্যা সমাধান করা যেত। এমন একটি মানব সভ্যতার আদান প্রদান বাংলাদেশ ডাক বিভাগ। এই ডাক বিভাগের মাধ্যমে অধিকাংশই তথ্য দান করা যেত। একসময় দেখা যেত ডাক বিভাগ থেকে পোস্ট অফিসের সহায় রানার বা পিওনের মাধ্যমে সকল ধরনের যোগাযোগ মাধ্যম পাওয়া যেত দীর্ঘ সময়ের মধ্যে। গ্রামগঞ্জ থেকে কর্মসংস্থানের জন্য প্রবাসে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কর্মে লিপ্ত থাকতো। হাতের লেখা চিঠি পোস্ট অফিসে গিয়ে রেজিস্ট্রি মাধ্যমে অথবা ডকযোগ দিয়ে আসতো কিছুদিন পর গন্তব্যস্থানে ঠিকানা অনুযায়ী পিওন চিঠি দিয়ে আসতো। ইন্টারনেট প্রযুক্তির ফলে আধুনিক প্রযুক্তি বিপর্যয় বলে মনে করেন লোকজন। এক সময় দেখা গেছে চিঠি অন্যত্রে পৌঁছাবার জন্য পোস্ট অফিসে অথবা ডাক-বাক্সে দেখে আসতো। রানার বা পিয়ন সময়মতো চিঠি একত্র করে সরকারি ম্যানুয়াল ভাবে বিভিন্ন স্থানে প্রদান করত। ডাক বাক্সতে এখন আর আগের মত চিঠি জমেনা। অতঃপর সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের চাকুরী বহাল রাখার জন্য ডাক বক্স গুলো খুললেও হাতে গোনা ২/১টি চিঠি পাওয়া যায়। বর্তমানে মানব সভ্যতা ইন্টারনেট প্রযুক্তি দিন দিন উর্ধ্বগতি হচ্ছে অপরদিকে ডাক যোগাযোগ মাধ্যম বিপর্যয় হচ্ছে।

