লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আনিসুর রহমান।
১৫ জানুয়ারী বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক ডাঃ এনিদে,নার্সিং সুপার ভাইজার জোসনা রানী, উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন,ডাঃ অপর্না সুত্রধর,ডাঃ একেএম মঞ্জুরুল আহসান,পরিসংখ্যানবিদ মোঃ হাবিবুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম, স্বাস্থ্য পরিদর্শক আবদুর রশিদ ও আতাউর রহমান সহ নার্স ও কর্মচারী বৃন্দ।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আনিসুর রহমান লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন সারাদেশে জনবল সংকট তাই এই মুহুর্তে জনবল সংকট নিরসনে আমার কিছু করার নেই তবে জনবল নিয়োগ দেওয়া হলে অবশ্যই লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বর্ধিত করা হবে।
এর আগে বামৈ ইউনিয়নের ভাদিকারা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে সার্বিক ভাবে বিভিন্ন কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।