মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩২ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
বুধবার (৮ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মারুফ হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, সকাল ১১.৫০টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ উল্লাপাড়া থানাধীন সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে মাদকবিরোধী অভিযানে ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩২.১৭০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করে। এছাড়াও তার সাথে থাকা ১টি মোবাইল ফোন ও ১টি ট্রাক জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারি ঢাকা জেলার সাভার থানার বালিয়ারপুর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে মো. রায়হান আলী (২৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাক ও মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য বেচা-কেনা করে আসছিলো।
আটককৃতের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১২’র সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।