ঢাকাSunday , 19 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • উৎসব মূখর পরিবেশে দান্যত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

    দেশ চ্যানেল
    November 19, 2023 1:33 pm
    Link Copied!

    যোগেশ ত্রিপুরা (রামগড় প্রতিনিধি) :-

    রামগড় উপজেলাধীন ০১নং রামগড় ইউনিয়নের অংহলা
    পাড়া নামক স্থানে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান উৎসব দান্যত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধ ধর্মালম্বী দায়ক – দায়িকা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে থাকে।
    ১৯নভেম্বর রবিবার সকাল ৮:০০ ঘটিকায় অংহলা
    পাড়া জয় মঙ্গল চুলামনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক দায়িকা বৃন্দ উদ্যোগে -বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ও প্রধান উৎসব সীমাঘর স্থাপন ও দান্যত্তম কঠিন চীবর দানোৎসব ২০২৩ইং আয়োজন করা হয়। এই দান্যত্তম কঠিন চীবর দানোৎসব গত ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে ১৯নভেম্বর ২০২৩ইং তারিখ দুই দিন পর্যন্ত চলে। দায়ক -দায়িকা থেকে জানা যায় যে – বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ও অন্যতম উৎসব হলো দান্যত্তম কঠিন চীবর দানোৎসব। প্রতি বছরে কার্তিক মাসে পূণ্যার্থ লাভে এই দান্যত্তম কঠিন চীবর দানোৎসব পালন করে থাকে। আরো উল্লেখ করেন যে গৌতম বুদ্ধের এই সময় আর্বিভাব ঘটে। তাই এই সময় বৌদ্ধ ধর্মালম্বীদের প্রিয় কার্তিক মাস বা শুভ মাস বলা যায়। কার্তিক তিথিতে এই সময় সীমাঘর স্থাপন ও দান্যত্তম কঠিন চীবর দানোৎসব পালন করে ও অতিথি আপ্যায়ন, কাপড়, টাকা, সাবান, মোমবাতি, সহ বিভিন্ন ধরনের জিনিস ও দান করে থাকে। উৎসব মুখর পরিবেশে বছরে একবার পালন করে এবং বিভিন্ন স্থানে বৌদ্ধ বিহার গুলোতে পুরো একমাস চলতে থাকে। এই উৎসব দেশে সকল মানুষের মঙ্গলকামনা ও পাপ পণ্যার্থ লাভের জন্য পালন করে আর বৌদ্ধ বিহার গুলোতে পুরো একমাসে সন্ধ্যা থেকেই প্রদীপ জ্বালিয়ে আলো সজ্জিত করে রাখে।ধর্ম প্রাণ দায়ক – দায়িকারা এই কার্তিক মাসে মঙ্গলকামনায় সন্ধ্যার হাওয়া সাথে সাথে বৌদ্ধ বিহার গুলোতে এসে ভিড় জমায় টাকা, পন্য, সহ বিভিন্ন জিনিস দান করেন ও মঙ্গলার্থে প্রদীপ জ্বালিয়ে সারারাত আলো সজ্জিত করে রাখে বৌদ্ধ বিহার গুলোকে।এই সময় বৌদ্ধ ধর্মালম্বীদের মনের আশার পূরণে মাস ও বটে।তাই তারা প্রত্যেক বৌদ্ধ বিহার গুলোতে বছরে একবার এই সীমাঘর স্থাপন ও দান্যত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানটি আয়োজন করে থাকে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST