মশিউর রহমান সুমন
জীবনের বড় অংশ একসাথে কাটানোর পর মৃত্যুটাও যেন একসাথেই হয়, এমন ইচ্ছে ছিল আজগর আলী (৭৮) ও তহিদা বেগম (৭০) দম্পতির। একসাথে মৃত্যু না হলেও একই দিনে মারা গেলেন তারা।
রংপুরের বদরগঞ্জ উপজেলায় স্বামী আজগর আলীর (৭৫) মৃত্যুর ১২ ঘণ্টার ব্যবধানে মারা যান তার স্ত্রী তহিদা বেগমও। বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার দামোদারপুর চম্পাতলি ইন্দিরার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ দম্পতির পুত্র লাভলু মিয়া বলেন, বাবা-মা সব সময় বলতো যেন তারা একসাথে মারা যায়। আল্লাহ তাদের মনের ইচ্ছা পূরণ করেছে। কিন্তু আমরা এতিম হয়ে গেছি।