বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
পাল্টে যাচ্ছে খুলনার শেখ শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল সহ উল্লেখযোগ্য ১৪ প্রতিষ্ঠানের নাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ সিনিয়র সচিব এমএ আকমাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, প্রজ্ঞাপনে আরো উল্লেখ রয়েছে উল্লেখযোগ্য ১৪ টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত জেলার নামে নামকরণ করা হবে। উল্লেখ্য টানা ১৫ বছর আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে সর্বত্র একনায়কতন্ত্র ও কুক্ষিগত করার বিষয়ে সর্বদা সরস থেকে দেশের প্রধান প্রধান চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শেখ পরিবারের সদস্যদের নামে নামকরণ করে সর্বক্ষেত্রে দলীয় নেতাকর্মী সহ শেখ হাসিনার আধিপত্য বিস্তার রেখে সে সকল প্রতিষ্ঠানের আয়ের উৎস থেকে সিংহভাগই তার পরিবারের লোকজন ভোগ করতো বলে সংশ্লিষ্টদের অভিযোগ।আর এ সকল প্রতিষ্ঠানের দীর্ঘ ১৫ বছরের ভোগ দখলের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠানগুলোকে স্বৈরাচারমুক্ত করেছে এবছর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে উন্মুক্ত হয়েছে সকল প্রতিষ্ঠান, ফলে খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালসহ ১৪ হাসপাতাল ও মেডিকেল কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত সর্ব মহলে গৃহীত হয়েছে। নাম পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নতুন নাম হবে খুলনা বিশেষায়িত হাসপাতাল, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল নামকরণ করা হয়েছে।
এছাড়া গোপালগঞ্জের শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতালের নতুন নাম গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ সায়েরা খাতুন ট্রমা সেন্টারকে গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজকে জামালপুর মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে।