ঢাকাWednesday , 10 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

এবারো বেতনের টাকা দিয়ে ঈদ সামগ্রী বিতরন করলেন ইউপি সদস্য আরিফুল ইসলাম লিটন

দেশ চ্যানেল
April 10, 2024 10:01 am
Link Copied!

নজরুল ইসলাম:

দ্বিতীয় বারের মতো এবারো বার মাসের বেতন তুলে মসজিদের ইমাম- মুয়াজ্জিন, সমাজের অসহায় দুস্থ্য ভ্যানচালক ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন।

 

আজ বুধবার (১০ এপিল) দুপুরে রহমানপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ৮১জনের মাঝে লুঙ্গী, পাঞ্জাবী, কাপড় ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

এ বিষয়ে আরিফুল ইসলাম লিটন বলেন, পবিত্র ঈদ উপলক্ষে গত বছর নির্বাচিত হওয়ার পর থেকে যে বেতন পেয়েছি তার সব অর্থ দিয়ে সমাজের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ভ্যানচালক ও প্রতিবন্ধীদের মাঝে ৭৫টি ঈদ সামগ্রীসহ লুঙ্গী পাঞ্জাবী ও কাপড় দেয়া হয়েছে। এ বছরেও আমি সেই কথা রেখেছি বার মাসের বেতন তুলে এবারো সমাজের বিভিন্ন শ্রেণী ৮১ জন মানুষের মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরন করতে পেরেছি। এতে নিজের কাছে অনেক ভাল লেগেছে। আর এভাবেই মানুষের ভালোবাসা পেয়ে বাকি জীবনটা কাটাঁতে চান বলে তিনি জানান।

এর আগে তার ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরীব দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে পরিষদ কর্তৃক ১৫০ টি কার্ড দেয়ার পরেও অতিরিক্ত আরো ১০০টি কার্ড নিজ উদ্যোগে ব্যবস্থা করে মানুষের মাঝে দেয়া হয়েছে। গত (১ এপ্রিল) সোমবার রাতে বন্ধু বান্ধব ও শুভকাঙ্খিদের মাঝে লিটন ও মাহফুজ-উর-রহমানের উদ্যোগে ২০টির অধিক পাঞ্জাবী দেয়া হয়।

 

এ সময় বিতরনে, শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন, রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উদ্যোক্তা মাহফুজ-উর-রহমান, দলিল লেখক বাবু ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম, আব্দুস সালাম, মবিন, সাদেকুল ইসলাম সাদেকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST