ঢাকাMonday , 3 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

এলেঙ্গা পৌরসভায় টিসিবি কার্ড সংশোধনে টাকা নেওয়ার অভিযোগ।

দেশ চ্যানেল
March 3, 2025 12:47 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের উপশহর এলেঙ্গা পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) কার্ড সংশোধনে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে হিসাব রক্ষক মোস্তফার বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে এবং প্রতিবেদক ভুক্তভোগী সেজে ফোন করলে এর সত্যতা মিলে। টাকা দাবি করার ৩৯ সেকেন্ডের একটি কল রেকর্ড প্রতিবেদেকের কাছে রয়েছে।

সরেজমিনে গিয়ে জানাযায়, এলেঙ্গা পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৩৮১৪ টি টিসিবি কার্ড রয়েছে। এদের মধ্যে অনেকেরই মোবাইল নম্বর, ঠিকানাসহ নানা ত্রুটি হয়েছে। এই ত্রুটি সংশোধনের জন্য এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষক গোলাম মোস্তফার নিকট গেলে ভুক্তভোগীদের নিকট থেকে ৩’শ টাকা নেওয়া হচ্ছে। দরিদ্রদের নিকট টাকা নেওয়ার স্থানীয় ও কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে প্রতিবেদক এলেঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের শেরপুর এলাকার ভুক্তভোগী সেজে হিসাবরক্ষককে ফোন দিলে এর সত্যতা মিলে। প্রতিবেদকের নিকট থেকেও তিনি টাকা দাবি করেন। টাকা দাবির ৩৯ সেকেন্ডের একটি কলরেকর্ড রয়েছে এ প্রতিবেদকের নিকট।

নামপ্রকাশে অনিচ্ছুক পৌরসভার বেশকিছু কর্মচারী জানায়, ২০১২ সালে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার হাত ধরে হিসাবরক্ষক পদে ১৫ হাজার টাকা বেতনে গোলাম মোস্তফার চাকরী হয়। গোলাম মোস্তফা পৌরসভার ভাবলা গ্রামের আবুল হোসেনের ছেলে। তার বাবা একজন কৃষক,সামান্য জমিজমা রয়েছে তাদের। আওয়ামী লীগের আমলে ১২ বছর চাকুরী করে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। বিগত আওয়ামী লীগের সরকারের আমলে নানা ভুয়া প্রকল্পের চেক বিতরনের মাধ্যমে টাকা নেওয়া, উন্নয়নের কথা বলে নানাবিধ ভাউচার প্রদান করা। ঠিকাদারদের কাছ থেকে মোটা অংকে টাকা গ্রহনের মাধ্যমে সে কোটিপতি বনে গেছেন। তারা বলেন এলেঙ্গা শহরের মশাজান এলাকায় ৩৫ লাখ টাকা দিয়ে জমি কিনেছে। এবং ৪০ লাখ টাকা দিয়ে ভেকু গাড়ি কিনেছেন। আওয়ামী লীগ করায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলেনি। সরকার পতনের পর এবং বর্তমানে দরিদ্রদের টিসিবি কার্ডে টাকা নেওয়ায় তার বিরুদ্ধে অনেকে মুখ খুলছেন।

তারা আরও জানায় হিসাব রক্ষক মোস্তফা যে বেতন পায় তা দিয়ে কোনমতে সংসার চালানো সম্ভব। সংসার চালিয়ে এতাকিছু করা অসম্ভব। তাদের দাবি আওয়ামী সরকারে দুর্ণীতিপরায়ন এই হিসাব রক্ষকের যেন বিচার হয়।

ভুক্তভোগী অনেকেই জানায়, আমরা গরীব মানুষ বিধায় সরকার আমার টিসিবির কার্ড দিয়েছেন। সামান্য ভুলত্রুটি হলেই ১’শ থেকে ৩’শ টাকা মোস্তফাকে দিতে হয়। টাকা না দিলে সে আজ না কাল বলে ঘুরাতে থাকে। পরে বাধ্য হয়ে টাকা দিয়ে কাজ করিয়ে এনেছি।

অভিযুক্ত এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষক গোলাম মোস্তফা বলেন, আমি টাকা নেই না তবে আমার নাম করে দুই-একজনে কার্ডধারীদের কাছ থেকে ২’শ থেকে ৩’শ টাকা করে নেয়। এছাড়াও ছবি তুলতে ১’ টাকা লাগে।

এ বিষয়ে কালিহাতী উপজেলার সহকারী কমিশনা(ভুমি) ও এলেঙ্গা পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, বিষয়টি আমি জানিনা,আপনার নিকট থেকে শুনলাম। তবে টিসিবি কার্ডধারীদের নিকট থেকে টাকা নেওয়া ঠিক না। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST