মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি ,, ইমদাদুল ইসলাম
অধ্য রোজ শনিবার (২৪ জানোয়ারি ২০২৬ইং) ,, প্রতি বছর বাংলা মাসের ১০ই মাঘ পবিত্র ওরশ মোবারক শুরু হয়।
হযরত শাহজালাল (রহ:) হযরত শাহপরান (রহ:) এর প্রধান সেনাপতি মুরারবন্ধ নাসিরুদ্দিন সিপাহী সালাহ্ বংশধর ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের আধ্যাত্বিক সসম্রাট ও সূফি সাধক আলহাজ্ব সৈয়দ এজহারুল কামাল ওরুফে (হিরা মিয়া)সাহেব উনার বড় সাহেবজাদা শাহ সূফি আলহাজ্ব ইনুছুর রহমান (রহ:) ডাকে সারা দিয়ে শতবর্ষ ধরে বিখ্যাত সূফি সাধকদ্বয় ও উনাদের রুহানী আওলাদগন খান্দুরা দরবার শরিফের বাৎসরিক পবিএ ওরশ মোবারক পালন করে আসছন।
সার্বিক তত্তাবধানে ছিলেন,, পীর সৈয়দ ইলিয়াছুর রহমান (রহ:) সুযোগ্য সাহেবজাদা সৈয়দ রেজাউল কামাল (ওয়াছিম) সাহেব পীর খান্দুরা দরবার শরিফ।
পবিত্র ওরশ মোবারকে আগত দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু কোরবানি করে মানত আদায় করেন, খান্দুরা দরবার শরিফের মুরিদান/ভক্তবৃন্দরা।
সারারাতব্যাপি ওয়াজ মাহফিলে অংশগ্রহন করেন অনেক আলেমওলামায়েগন এবং খান্দুরা দরবার শরিফের পীরজাদা সৈয়দ রেজাউল কামাল (ওয়াছিম) হুজুর (২৫ জানোয়ারি ২০২৬ইং) ফজরের আযানে আগে আখেরি মোনাজাতের মাধ্যমে একে একে বিদায় দেন।

