ঢাকাSunday , 25 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের শতবর্ষের বাৎসরিক পবিত্র ওরশ মোবারক পালিত।

দেশ চ্যানেল
January 25, 2026 5:14 am
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি ,, ইমদাদুল ইসলাম

অধ্য রোজ শনিবার (২৪ জানোয়ারি ২০২৬ইং) ,, প্রতি বছর বাংলা মাসের ১০ই মাঘ পবিত্র ওরশ মোবারক শুরু হয়।

হযরত শাহজালাল (রহ:) হযরত শাহপরান (রহ:) এর প্রধান সেনাপতি মুরারবন্ধ নাসিরুদ্দিন সিপাহী সালাহ্ বংশধর ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের আধ্যাত্বিক সসম্রাট ও সূফি সাধক আলহাজ্ব সৈয়দ এজহারুল কামাল ওরুফে (হিরা মিয়া)সাহেব উনার বড় সাহেবজাদা শাহ সূফি আলহাজ্ব ইনুছুর রহমান (রহ:) ডাকে সারা দিয়ে শতবর্ষ ধরে বিখ্যাত সূফি সাধকদ্বয় ও উনাদের রুহানী আওলাদগন খান্দুরা দরবার শরিফের বাৎসরিক পবিএ ওরশ মোবারক পালন করে আসছন।

সার্বিক তত্তাবধানে ছিলেন,, পীর সৈয়দ ইলিয়াছুর রহমান (রহ:) সুযোগ্য সাহেবজাদা সৈয়দ রেজাউল কামাল (ওয়াছিম) সাহেব পীর খান্দুরা দরবার শরিফ।

পবিত্র ওরশ মোবারকে আগত দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু কোরবানি করে মানত আদায় করেন, খান্দুরা দরবার শরিফের মুরিদান/ভক্তবৃন্দরা।

সারারাতব্যাপি ওয়াজ মাহফিলে অংশগ্রহন করেন অনেক আলেমওলামায়েগন এবং খান্দুরা দরবার শরিফের পীরজাদা সৈয়দ রেজাউল কামাল (ওয়াছিম) হুজুর (২৫ জানোয়ারি ২০২৬ইং) ফজরের আযানে আগে আখেরি মোনাজাতের মাধ্যমে একে একে বিদায় দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST