জেলা প্রতিনিধি নড়াইল
ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের নব নিযুক্ত সভাপতি এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ কলেজের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক- কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে অত্র কলেজ পরিচালনা কমিটির নব নিযুক্ত সভাপতি অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ কলেজ ক্যাম্পাসে পৌঁছালে অধ্যক্ষ কাজল বিশ্বাসের নেতৃত্বে শিক্ষক- কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন। এরপর তিনি অধ্যক্ষের কক্ষে মত বিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সদস্য মো: বাদশা শেখ, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, শামীমা খানম, দিলরুবা আক্তার, ফারুক হোসেন, বি এম হোসেন আলীসহ প্রমূখ।
মতবিনিময় সভায় কলেজ পরিচালনা পর্ষদের নব নিযুক্ত সভাপতি এ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ কলেজের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের আন্তরিক হওয়ার আহবান জানান।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার ১৪ অক্টোবর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নড়াইলের লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে এডভোকেট ডঃ ফরিদুজ্জামান ফরহাদকে মনোনীত করা হয়েছে।