টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া ইউনিয়নের মাদারজানী গ্রামে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিটিএলসি’র এক পলিসি হোল্ডারের অকাল মৃত্যুতে মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার(১৪ মার্চ) সকালে মাদাজানি স্টিল কোম্পানির সামনে ৩ লাখ ১৩ হাজার ২’শ ১৬ টাকার চেকটি মৃত তালেবর খানের ছেলে নমিনি মাসুদ রানার হাতে তুলে দেন ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এর টাঙ্গাইল মডেল এরিয়ার ডেপুটি ভাইস চেয়ারম্যান নিখিল চন্দ্র বনিক।
জানাযায়, সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া ইউনিয়নের মাদারজানী গ্রামে তালেবর রহমান নামের এক ব্যবসায়ী ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সে ৩ লাখ টাকার একটি পলিসি খুলেন। ৪ টি কিস্তি দিয়ে হঠাৎ তিনি স্টোকজনিত রোগে মৃত্যুবরণ করেন। পরে ওই পলিসির সাকুল্যে টাকার চেক হস্তান্তর করা হয় তার নমিনির নিকট।
চেক হস্তান্তর অনুষ্ঠানে করটিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো.স্বপন মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডেপুটি জেনারেল ম্যানেজার টাঙ্গাইল মডেল ইনচার্জ মো. তায়েব হোসেন, করটিয়া সংরক্ষিত আসনের ইউপি সদস্য নাসিমা আক্তার, করটিয়া বাজেরের বিশিষ্ট ব্যবসায়ী উজ্জল হোসেন,বাবু রাজবংশী ও বাবলু মিয়া প্রমুখ।
অনুষ্ঠান টি পরিচালনা করেন ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স করটিয়া শাখার এসিস্ট্যান্ট জোনারেল ম্যানেজার মুশলিমা চৌধুরী।
উল্লেখ্য, ৩ লাখ ১৩ হাজা ২’শ ১৬ টাকার চেকটি হাতে পেয়ে তালেবর খানের পরিবার আবেগ আপ্লুত, অনুভূতি প্রকাশ করতে পারেনি। তারা শুধু বলেন প্রত্যকটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটি করে ইন্সুইরেন্স করা প্রয়োজন।